সারা দেশে সংখ্যালঘুদের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি হেনা দাস, সাধারণ সম্পাদিকা আয়শা খানম, সাধারণ সম্পাদিকা রেখা চৌধুরী, ঢাকা মহানগর কমিটির বিভিন্ন পাড়ার সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাসহ নেতৃত্ববৃন্দ। তাদের প্ল্যাকার্ডের ভাষা ছিল, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা চাই, সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা বন্ধ কর। মানব বন্ধনে তারা বলেন, বরিশাল, পিরোজপুর, কাউখালী, স্বরূপকাঠি, ঝালকাঠি, পটুয়াখালী, নরসিংদী, চাঁদপুর, কচুয়াসহ সারাদেশে নির্বাচনোত্তর সহিংসতা, সংখ্যালঘুদের ওপর পৈশাচিক কায়দায় নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। দুর্বৃত্তরা সংখ্যালঘুদের উপর সীমাহীন শারীরিক নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানাবিধ বর্বরতা চালিয়ে আসছে। তারা এ অভিশাপ থেকে মুক্তি চায়। সমাজের অন্য দশজনের মত বাঁচতে চায়।

দৈনিক মুক্তকন্ঠ, ১০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন