দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনোত্তর সহিংসতা, স্থানীয় এনজিওদের ওপর মহল বিশেষের আক্রমণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষের উপর উপর্যুপরি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং রাজনৈতিক সহিংসতা রোধ ও সংখ্যালঘু নাগরিকদের জীবন-সম্পদের নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছেন এনজিও নেতৃত্ববৃন্দ। সোমবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলেও নির্বাচনের পর গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ̄স্থানীয় এনজিওদের ওপর আক্রমণ, প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা এবং সর্বোপরি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নিরীহ শান্তিপ্রিয় নাগরিকদের ওপর একের পর এক যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। জাতীয় সংবাদ পত্রের প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে এই সকল সহিংস ঘটনায় কমপক্ষে ২২জন নিহত হয়েছে। বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ফেনী, নোয়াখালী, নাটোর, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, চাঁদপুর, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অনেক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। কয়েক জায়গায় কয়েকটি স্থানীয় এনজিও অফিসে চলেছে আক্রমণ। আহত ও লাঞ্ছিত হয়েছে নারী, শিশু, বৃদ্ধসহ অনেক নিরীহ নাগরিক। অনেক বাড়িঘরে আগুন লাগানো হয়েছে। লুট করা হয়েছে শান্তিপ্রিয় নাগরিকদের সম্পদ। এই সহিংস পরিস্থিতির মোকাবেলায় প্রশাসন ও পুলিশের ভূমিকা কোন কোন স্থানে বিতর্কিত বলে সংবাদপত্রের রিপোর্টে অভিযোগ করা হয়েছে। নবনির্বাচিত সরকার যে মুহূর্তে শপথ গ্রহণ ও দায়িত্বভার নেয়ার চুড়ান্ত প্রস্তুতিতে ব্যাস্ত সেই সময় এই ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি করা কারুর জন্যই মঙ্গলজনক নয়। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন, ফজলে হাসান আবেদ (ব্র্যাক), খুশী কবির (নিজেরা করি), রাশেদা কে চৌধুরী (গণশ্বাক্ষরতা অভিযান), আবুল হাসিব খান (রিক)ফয়সাল হুসাইন (একশন এইড), রাহাতউদ্দিন আহমেদ (কুমিল্লা প্রশিকা), শামসুল হুদা (সাবেক পরিচালক, এডাব), মোহম্মদ কামাল উদ্দিন (আরবান), মিজানুর রহমান চেীধুরী (এএলআরডি), আব্দুল কাদের (সমতা), শহিদুল হক (এসএআরপিএ), মোয়াজ্জেম হোসেন (গ্রাম বিকাশ কেন্দ্র), জাকির হোসেন (ব্যুরো-টাঙ্গাইল), এমএ কাদের (সেতু), মাইকেল পি কে বার (সিএসি), মোস্তাফিজুর রহমান খান ( ̄উন্নয়ন), আফজাল হোসেন (রুলফাও), শহিদুল হোসেন তালুকদার।

দৈনিক মুক্তকণ্ঠ, ১০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন