বিএনপির এক প্রভাবশালী নেতার ভাইয়ের রোষানলে পড়ে সংখ্যালঘু এক সাংবাদিক পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

জানা গেছে, দৈনিক সংবাদের পটুয়াখালী জেলা সংবাদদাতা নিখিল চ্যাটার্জীর গ্রামের বাড়ি পৈতৃক সম্পত্তি দখল করে জেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রশিদ মিয়ার ভাই জাহাঙ্গীর ঘর তোলে। এই সংবাদ পেয়ে সাংবাদিক নিখিল চ্যাটার্জী পটুয়াখালী থেকে গত ২৯ জুলাই বাড়ি এসে বাউফল থানায় একটি মামলা করেন। ৩০ জুলাই সন্ধ্যায় সাংবাদিক নিখিল চ্যাটার্জী চৌমহনী বাজারে গেলে এলাকার কুখ্যাত সন্ত্রাসী আলমগীর, এনামুল, হিরনসহ ৫/৬ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে জখম করে। এ ঘটনায় নিখিল চ্যাটার্জী ৫ জনকে আসামি করে বাউফল থানায় আরও একটি মামলা করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নেয়ার জন্য সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকিসহ এলাকা থেকে উৎখাতের হুমকি দেয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে কোন ভূমিকা না নেয়ায় সাংবাদিক পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

দৈনিক জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন