আত্রাই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের পূজামণ্ডপে গত ৭ জুলাই সন্ত্রাসীরা হামলা করে সংখ্যালঘুদের ‘কালীপূজা’ ভণ্ডুল করে দেয় এবং পূজারত মহিলাদের ওপরও চড়াও হয়। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পর পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ জুলাই রাতে সংখ্যালঘু সম্প্রদায় পূজামণ্ডপে কালীপূজা করছিল। এ সময় কতিপয় স্থানীয় সন্ত্রাসী ডাঙ্গাপাড়া কালীমন্দির পূজা কমিটির সভাপতি শ্রী হরিপদ চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাদের ওপর কিল, ঘুষি ও লাঠি দিয়ে হামলা করে। এতে করে কালীপূজা ভণ্ডুল হয়ে যায়। পরবর্তী সময়ে সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর করে এবং সভাপতি হরিপদ প্রাংকে জীবননাশের হুমকি দেয়। এ ব্যাপারে ৮ জুলাই হরিপদ প্রাং বাদী হয়ে ১২ জনকে আসামি করে আত্রাই থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

প্রথম আলো ১৬ জুলাই ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন