রাউজানের বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি মহাস্থবির ও খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে হিন্দু পুরোহিত মদন গোপাল গোস্বামী হত্যাকাণ্ডের পর চন্দ্রঘোনার খ্রিস্টান সম্প্রদায় আতঙ্কের মধ্যে কালাতিপাত করছে। জানা যায়, চন্দ্রঘোনার খ্রিস্টান হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও অস্ত্রের ব্যবসা চলে আসছে। উপজাতীয়দের মধ্যেও লেগে আছে দাঙ্গা-হাঙ্গামা। নাম প্রকাশে অনিচ্ছুক খ্রিস্টান হাসপাতালের একজন কর্মকর্তা জানান, রাউজান ও মানিকছড়ির দুই ধর্মীয় গুরু হত্যাকাণ্ডের পর খ্রিস্টানপাড়ায় সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। ফলে যেকোনো সময় এখানে বড়ো ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাটি দীর্ঘদিন ধরে ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও এখানে আমাদের করণীয় কিছু নেই। কারণ এ খ্রিস্টান এলাকায় প্রবেশ করতে অনেক বিধিনিষেধ রয়েছে। উল্লেখ্য, স্থানীয় ব্যাপ্টিস্ট সংঘের নবনির্বাচিত সভাপতি ও খ্রিস্টান হাসপাতালের উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডা. শৈলা মঙ চৌধুরীও বসবাস করেন এ খ্রিস্টানপাড়াতেই।

ভোরের কাগজ, ১৪ মে ২০০২

মন্তব্য করুন