প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর উপস্থিতিতে এক মহিলা ইউপি মেম্বারের বাড়িতে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয় এবং এক ব্যবসায়ীকে হুমকি দেয়। গতকাল শুক্রবার সাকা চৌধুরীর লালিত সন্ত্রাসীরা তার নিজ বাড়ি গহিরার পশ্চিম গুজরা সরকার পাড়ায় রত্না ঘোষ ও অপর দুই জনের বাড়িতে আগুন দেয়। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাউজান এলাকার সাংসদ সাকা চৌধুরী প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হওয়ার পর নিজ বাড়ি গহিরা গ্রামে আসেন। গ্রামে আসার পর পরই তার সন্ত্রাসী বাহিনী এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি করে। অভিযোগ পাওয়া গেছে, গতকাল সাকা চৌধুরী বাড়িতে বসেই তার বাহিনীকে নির্দেশ দেয় মহিলা মেম্বার রত্না ঘোষের বাড়িতে আগুন দেওয়ার জন্য। সন্ত্রাসীরা সঙ্গে সঙ্গে এলাকায় গিয়ে মহিলা মেম্বারের বাড়িতে আগুন দিলে পার্শ্ববর্তী আরও ৩টি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাড়িগুলো ভস্মীভূত হয়। অপর যে ৩জনের বাড়ি পুড়েছে তাদের নাম চন্দন ঘোষ, সনজিৎ ঘোষ ও অজিত ঘোষ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংখ্যালঘু জনমনে আতঙ্ক বেড়ে গেছে।

ভোরের কাগজ, ২০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন