সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষক মইনুর রহমান উপজেলার কোদন্ডা গ্রামের বাসিন্দা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।

 

তিনি জানান, পূর্ব পরিচয়ের সূত্রে ভুক্তোভোগী ওই স্কুল ছাত্রের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অভিযুক্ত শিক্ষক মইনুরের। শুক্রবার সকালেও সে ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা চালায় সে।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা চালালেও স্থানীয়রা তাকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষক মইনুরের যথাযথ শাস্তির দাবি করেছে করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

ওসি গোলাম কবির বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মইনুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই তাকে আদালতে প্রেরণ করা হবে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন