সাতক্ষীরার তালায় এক কিশোরী (১৬) ধর্ষণের ঘটনায় আসামী সোহাগ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে তালা থানা পুলিশ উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

৪ জুন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।সোহাগ সরদার (২৫) উপজেলা মহান্দি গ্রামের হায়দার সরদারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ মে) বেলা ১২টার দিকে ওই কিশোরীর মা-বাবা মাঠে কৃষিকাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহাগ তাদের বাড়িতে যায় এবং কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন আসলে সোহাগ পালিয়ে যায়। পরদিন শনিবার কিশোরীর বাবা বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের এই মামলায় বুধবার রাতে সোহাগকে গ্রেফতার করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ধর্ষক সোহাগ হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারা বাংলা

মন্তব্য করুন