সাতক্ষীরা তালা ও আশাশুনি উপজেলা বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ১০টি বাড়িতে গণডাকাতি হয়েছে। ডাকাত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এদিকে ডাকাতির মালামাল ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে ক্যামেল আতুল নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে সে পুলিশের হাতে ধরা পড়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ৮/১০ জন ডাকাত তালা থানার জেটুয়া গ্রামের পরিমল, গণেশ, গুরুপদ এবং আলোকের বাড়িতে একের পর এক ডাকাতি করে। তারা বাড়িগুলো থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আটক ডাকাত আবুল পাইকগাছা থানা পুলিশের সোর্স বলে পরিচয় দিয়েছে।
দৈনিক জনকণ্ঠ, ২৩ জুলাই ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন