সিরাজগঞ্জে একই রাতে সম্ভ্রান্ত ৫টি হিন্দু পরিবারসহ ৬ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির পরিচয় দিয়ে গুলি চালিয়ে ২ জন বাড়িওয়ালাকে জিম্মি করে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সোমবার গভীর রাতে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের মারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় ডাকাত ও গৃহকর্তার মধ্যে কয়েক রাউন্ড ̧লিবিনিময় হয়। ঘটনাস্থলের অদূরে রাত্রিকালীন পুলিশি টহল থাকলেও গুলির শব্দ ও চিৎকার শুনেও তারা এগিয়ে আসেনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত অনুমান পৌনে ২টায় সর্বহারা পার্টির পরিচয় দিয়ে ৩০/৪০ জনের সশস্ত্র একটি দল গৃহকর্তাদের ডেকে তোলে। গৃহকর্তা ঘরের দরজা না খুললে ডাকাতদল ২ রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে গৃহকর্তাদের পক্ষ থেকে ২ রাউন্ড গুলি করা হয়। ডাকাতদল এ সময় বাড়ির মধ্যে ঢুকে আবু সেন, তার স্ত্রী মনিকা সেন ও শশাংক সেনকে জিম্মি করে বেধড়ক মারপিট করে। ডাকাতদলের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ৭৭৫ ৭৭৬ ৩৮৮ গুলি চালালে জিম্মি ৩ জনকে মেরে ফেলা হবে। এ সময় গৃহকর্তা প্রবীণ শিক্ষক মানব সেন, স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক প্রণব সেন গুলি ছোঁড়া বন্ধ করেন। একযোগে ডাকাতদল বাড়িতে ঢুকে ৩টি কালার টিভি ৪টি ভিসিডি সেট, ৪০ ভরি স্বর্ণের গহনা নগদ ১ লাখ ৭৪ হাজার টাকাসহ ১০ লাখ টাকার মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। রাত অনুমান সাড়ে ৪টায় ডাকাতদল ফিরে যাওয়ার সময় আরো ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। ডাকাতদল গৃহকর্তার লাইসেন্সকৃত একটি একনলা বন্দুক, একটি টুটু বোর বন্দুক ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে গৃহকর্তার ২টি বন্দুক পার্শ্ববর্তী মাঠে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সময় চান্দাইকোনা বাজারে রাত্রিকালীন টহল পুলিশ ছিল। গতকাল দুপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। উত্তরবঙ্গ মহাসড়ক থেকে ডাকাতি হওয়া ৬টি বাড়ির দূরত্ব কোয়ার্টার কি. মি. বলে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ধারণা করছে, উক্ত এলাকায় দীর্ঘদিন থেকে সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সংঘবদ্ধ একটি দল ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

ভোরের কাগজ, ১২ জুন ২০০২

মন্তব্য করুন