হিলিতে শিশু ধর্ষণ মামলার আসামি রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (০৫ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গত ১৯ এপ্রিল হিলি বাসুদেবপুর জিলাপি পট্টি এলাকায় ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিউল ইসলামকে আসামি করে মামলা করেন।
ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে এত দিন আটক করতে পারেনি পুলিশ। পরে বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে বুধবার সকালে রবিউলকে আটক করা হয়।
আটক রবিউল দক্ষিণ বাসদেবপুর গ্রামের জিলাপি পট্টি এলাকার আনসার আলীর ছেলে।