হোসেনপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইক ও মোটর সাইকেলের নিচে চাপা পড়ে রুফিজা আক্তার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-হোসেপুর মহাসড়কের হোসেনপুর পৌরসদরের পূর্ব দ্বিপেশ্বর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুফিজা আক্তার হোসেনপুর পৌরসদরের পূর্ব দ্বিপেশ্বর এলাকার আবুল কালামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পূর্ব দ্বিপেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় রুফিজা আক্তার মোটর সাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনেরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, ঘটনার পর মোটর সাইকেল ও ইজিবাইক চালক দু’জনেই পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও ইজিবাইক দু’টিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গতকাল সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল মাড়াইকল এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৬) অপর এক নারী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ নিউজ

মন্তব্য করুন