বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি ১০ বছর দায়িত্বে ছিলাম। নতুনদের জায়গা দিতে আমাদের সরতে হয়েছে। এটাই জগতের নিয়ম এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। তবে আমি মন্ত্রী হইনি বলে আপনারা বিচলিত হবেন না কিংবা ভেঙে পড়বেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।

আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ একথা বলেন।
সূত্র-কালেরকণ্ঠ

ইতিহাসের অন্যতম সফল মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদেরকে ভেঙে পড়তে মানা করেছেন। ব্যক্তিগতভাবে আমি ভেঙে পড়িনি। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। শরীরটা হেলে পড়তে চেয়েছে, ঢলে পড়তে চেয়েছে। ভেঙে পড়তে না পেরে কয়েকবার মচকে পড়তে চেয়েছে। অথচ নাহিদ সাহেবের কথা আমি ফেলতে পারিনি। তাই বডিকে বলেছি চুপ থাক, হৃদয়কে বলেছি মেনে নে।

কিন্তু সবাইতো আর আমার মতো না। অনেকেই নিজেকে ধরে রাখতে পারেনি, তারা ভেঙে পড়েছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেঙে পড়ার খবর পাচ্ছি আমরা। ফেসবুকে ইভেন্ট ডেকে লোকজন ভেঙে পড়ছে। হোয়াটসএপে মেসেজ পাঠিয়ে ভেঙে পড়ছে। বাসার ছাদে উঠে ফেসবুক লাইভে এসে ভেঙে পড়ার আগে পিছলে পড়ে গেছে মিরপুরের এক যুবক। জরুরী ফোন কলে কপ্রেমিকাকে রেষ্টুরেন্টে এনে খাবার অর্ডার দেয়ার আগেই প্রেমিক ভেঙে পড়ার ঘটনা ঘটেছে মালিবাগে।

নাহিদের কথা রাখেনি এরা, চোখের সামনে ভেঙে পড়েছে।

আপনাদের আশেপাশে কে কোথায় ভেঙে পড়েছে, আমাদেরকে জানান। সাথে করে ছবি ও ভিডিও পাঠাতে ভুলবেন না। আমরা সদ্য-সাবেক এই মন্ত্রীকে আপনাদের পাঠানো ছবি ও ভিডিও দেখাবো। দেখিয়ে বলবো, “আপনার কথা আগেও কেউ শোনেনি, এখনো শোনে না।”

মন্তব্য করুন