কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার আবুল বাশারের ছেলে।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় বেলাল হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ ৩নং স্লুইসগেট এলাকা দিয়ে একটি মাদকের চালান আসার খবরে আটক বেলালকে নিয়ে অভিযানে যায় বিজিবির একটি দল।

এ সময় বিজিবির দলটি ওই এলাকার পৌঁছার সঙ্গে সঙ্গে ওৎপেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেলাল হোসেনকে পাওয়া যায়।

সূত্র: দেশ রূপান্তর

মন্তব্য করুন