মানিকগঞ্জে জর্ডান ফেরত নারীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় জর্ডান থেকে ফেরত আসা এক নারী শ্রমিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে বাসে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি। সেখান থেকে শুক্রবার রাত ৯টার দিকে ঘিওরের উদ্দেশ্যে স্বপ্ন পরিবহনের একটি বাসে রওনা হন। বাস চালক নায়েব আলী ও হেলপার সোহাগ সব যাত্রীদের নামিয়ে কৌশলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাস থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে সে। বিষয়টি পুলিশকে জানালে, অভিযান চালিয়ে চালক ও হেলফারকে গ্রেফতার করে পুলিশ।