চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামের একটি মন্দিরে গতকাল রোববার দিবাগত রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

এতে দুর্গা প্রতিমার বাঁশ-কাঠ-খড় দিয়ে তৈরি কাঠামো পুড়ে যায়। এটি দুর্বৃত্তরা করেছে এবং একটি সরস্বতী দেবীর প্রতিমা চুরি করে নিয়ে গেছে।

আলিডাঙ্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গড়গড়িয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। ঘটনার পর আজ সকালে গ্রামের হিন্দু-মুসলিম সবাই মন্দিরের কাছে জড়ো হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ থানার পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন জানান, দুর্গা প্রতিমার অবকাঠামোটি আংশিকভাবে পুড়েছে এবং একটি ছোট সরস্বতী প্রতিমা চুরি হয়েছে।

প্রথম আলো

মন্তব্য করুন