জেলার হাতিয়া উপজেলার সুখচরে বৃহস্পতিবার ভোররাতে (১৬ জুলাই) কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক জলদস্যু নিহতের কথা জানিয়েছে র্যাব।
নিহত বাহার একজন কুখ্যাত জলদস্যু সরদার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
র্যাবের অতিরিক্ত পুলিশ অফিসার জসিম উদ্দিন চৌধুরী জানান, র্যাব-১১ এর একটি দল ভোররাত তিনটা ৪৫ মিনিটের সময় সুর্যমুখী খালের তীরে বাহারকে নিয়ে একটি অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় বাহারের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। র্যাব এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, বাহারকে তিন বছর আগে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল এবং দেড় বছর আগে তিনি জেল থেকে মুক্তি পান।