ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তের বাজার বিরুই নদীরপাড় এলাকার বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার পর মামলা দায়ের করে একটি সংখ্যালঘু পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। ন্যায্য বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

 

 

মামলার বিবরণে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার বিরুই নদীরপাড় এলাকায় মৃত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারাধন সিংহের তিন ভাই কালিপদ সিংহ, পরিতোষ চন্দ্র সিংহ ও শেখর সিংহের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করেন। কিন্তু তাদের উচ্ছেদ করে জমি দখলের পাঁয়তারা করে আসছিল প্রতিবেশী বিএনপি নেতা আলাল উদ্দিন ও জামাত নেতা গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টায় আলাল উদ্দিন, গোলাম মোস্তফা, শহিদুল্লাহ, আসাদুল্লাহ, একলাস উদ্দিন, তাফিজ উদ্দিন, জয়নাল আবেদিন, নিজাম উদ্দিন, নবি হোসেন, মফিজ উদ্দিন, জামাল উদ্দিন, আওয়ালসহ ১৪-১৫ জনের একটি সন্ত্রাসী দল রামদা, লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে ওই পরিবারের উপর হামলা চালিয়ে সদস্যদের মারধরসহ মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। আশপাশের লোকজনের খবরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত পরিতোষ চন্দ্র সিংহ, শেখর চন্দ্র সিংহ ও দীপা রানী সিংহকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় হামলাকারী প্রতিবেশী নিজাম উদ্দিনের বাড়িতে তল্লাশি করে রক্তমাখা একটি রামদা ও একটি লাঠি উদ্ধার করে পুলিশ। হামলার ঘটনায় পরের দিন ২৯ সেপ্টেম্বর পরিতোষ চন্দ্র সিংহের স্ত্রী দীপা রানী সিংহ বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী দীপা রানী সিংহ জানান, ঘটনার দিন রাত ১১টার সময় সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা চালিয়ে তার স্বামীসহ পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে নির্যাতন চালায়। তাদের ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসতে সাহস পায়নি। ১০-১৫ মিনিট সময় ধরে তাণ্ডব চালায় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করছে না। আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে বাড়িতে তালা লাগিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

গুরুতর আহত পরিতোষ চন্দ্র সিংহ বলেন, ‘এর আগেও এই সন্ত্রাসীরা নির্যাতন করে আরও দুটি হিন্দু পরিবারকে এলাকাছাড়া করেছে। উচ্ছেদ হওয়া অশিনী কুমার দেবনাথ ও গুরুপদ সিংহের পরিবারের জমিজমা আলাল-মোস্তফা গংরা ভোগ-দখল করছে। আমাদের মতো নিরীহ পরিবারকেও উচ্ছেদ করতে হামলা চালানো হয়েছে।’ আসামিদের ভয়ে পালিয়ে বেড়ানোর কারণে আসন্ন দুর্গা পূজা করা হবে না জানান তিনি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন