নওগাঁয় আদালত চত্বরে পুলিশের বিরুদ্ধে  মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার  প্রতিবাদে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা।

 

সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করেন।

এরই প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। সংক্ষিপ্ত সমাবেশ থেকে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন