বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধরণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সর্দার। চার্জশিটে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদালতের সংশ্লিষ্ট সাধরণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সর্দার চার্জশিট জমা দেন। চার্জশিটটি সোমবার (৮ ফেব্রুয়ারি) আদালতে উপস্থাপন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক চার্জশিটটি দেখে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।
চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভুইয়া, লেখক মুশতাক আহমেদ। অব্যাহতিপ্রাপ্ত আসামিরা হলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের তাসনীম খলিল, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক শাহেদ আলম, জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার।
গত ৫ মে র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের রমনা থানায় মামলাটি দায়ের করেন।