খুলনার ডুমুরিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে রেস্তোরাঁ কর্মচারীকে ধর্ষণের অভিযোগে মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ডুমুরিয়া থানার ওসি ওবাইদুর রহমান জানান, সোমবার ডুমুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এনামুল খান (৩৫) ডুমুরিয়া বাসস্ট্যান্ডের ভাই ভাই রেস্তোরাঁর মালিক।

ওসি ওবাইদুর মামলার নথির বরাতে বলেন, ৩৯ বছর বয়সী এক নারী এনামুলের রেস্তোরাঁয় রাঁধুনির চাকরি করতেন। এনামুল তাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ১৫ অক্টোবর কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে আরও ধর্ষণ করেন এনামুল।

একপর্যায়ে বিয়ে করতে অস্বীকার করলে ওই নারী এনামুলকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, আসামি এনামুল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আর ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন