প্রথম পাতা লেখকগণ লিখেছেন আবু ইসহাক

আবু ইসহাক

আবু ইসহাক
2 পোস্ট 0 মন্তব্য
আবু ইসহাক এর জন্ম ১ নভেম্বর ১৯২৬ সালে তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে। আবু ইসহাক এর বহুল পঠিত এবং বিখ্যাত উপন্যাস হলো "সূর্যদীঘল বাড়ি" যেটি তিনি মাত্র ২০ বছর বয়সে রচনা করেন। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত সূর্য দীঘল বাড়ী। আবু ইসহাক তার ছোটগল্পে সমাজের বিভিন্ন কুসংস্কারকে আঘাত করেছেন। তার গল্পগুলিতে ভূমিহীন মানুষ, যুদ্ধ-বিধ্বস্ত ও দুর্ভিক্ষ্য-পীড়িত মানুষের জীবন এবং বিভিন্ন পেশাজীবি মানুষের জীবনের নানা সমস্যা স্থান পেয়েছে। সাহিত্যকর্মে অবদানের জন্য আবু ইসহাক ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৬৩), ‘সুন্দরবন সাহিত্য পদক’ (১৯৮১), ‘বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক’ (১৯৯০), ‘একুশে পদক’ (১৯৯৭), ‘স্বাধীনতা পদক’ (মনণোত্তর, ২০০৪) এবং ‘শিশু একাডেমী পদক’ (মরণোত্তর, ২০০৬) লাভ করেন। ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এই গুণি লেখকের মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে

10,324ভক্তমত

মুক্তচিন্তা আন্দোলন

গত সপ্তাহে সর্বাধিক পঠিত