কক্সবাজারে বন্দুকযুদ্ধে সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু নিহত হয়েছে। ১০ জুলাই শুক্রবার সকালে শহরের কবিতা চত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত গুরাপুতু শহরের ইসুলুঘোনার সাব্বির আহমেদের পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ইয়াবার বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, দুটি কার্তুজ ও ২শ’ পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সাতটি মামলা রয়েছে।