নরসিংদীর মাধবদী পৌরসভার কাটাপাড়া এলাকায় শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিঠুন (৩০) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
নিহত মিঠুন ওই এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ দাবি করে পুলিশ জানায়, সে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ ১২টি মামলার পলাতক আসামি ছিল।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার ভাষ্য, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘শীর্ষ সন্ত্রাসী’ মিঠুন ও তার সহযোগীরা ওই এলাকায় জড়ো হতে পারে এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মিঠুনকে পাওয়া যায়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।