বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের পাঁজাখোলা কেন্দ্রের সেবাইত নরেন মণ্ডল সন্ত্রাসীদের নির্যাতন এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগে জানানো হয়, জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউপি সাবেক সদস্য আব্দুল বারেক মৃধাসহ কয়েকজন গত ১২ অক্টোবর ওই সেবাইতকে ধরে নিয়ে বেদম মারপিট করে ৩০ হাজার টাকার দাবিতে সাদা স্টাম্পে সই দিতে বলে। অন্যথায় তার দুই ছেলের চোখ তুলে নেবে এবং তার হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এর কিছু দিন পর তাকে ধরে নিয়ে সই আদায় করে। তিনি প্রাণ ভয়ে বাগেরহাট আশ্রমে আশ্রয় নিয়েছেন। শুক্রবার রাতে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত এক সভায় স্বামী পরদেবানন্দজী উপস্থিত সকলকে ওই অত্যাচারের বর্ণনা দেন।
সংবাদ, ১১ নবেম্বর ২০০১