বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্র স্বাধীন (৭) হত্যা মামলায় জড়িত সন্দেহে শহিদুল ইসলাম (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে সিআইডি। ২৮ জুন সোমবার ভোরে শেরপুর উপজেলার বিনোদপুর পূর্বপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

 

এছাড়া শিবগঞ্জ উপজেলার বেলতলী হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে বগুড়ার সিআইডি ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ওই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ও শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ আমতলী মাছপাড়া এলাকার শাহ আলমের ছেলে স্বাধীন (৭) কে শ্বাসরোধ করে হত্যা করে মাদ্রাসা সংলগ্ন গাংনাই নদীর পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় স্বাধীনের বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানা পুলিশের তদন্তে কোন অগ্রগতি না থাকায় আদালত মামলাটির তদন্তভার সিআইডি বগুড়া জেলার উপর অর্পণ করেন। আদালতের আদেশের প্রেক্ষিতে মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে সিআইডি পুলিশ পরিদর্শক খন্দকার ফুয়াদ রুহানীকে নিযুক্ত করেন। গত ১৮ মার্চ তিনি মামলাটির তদন্তভার গ্রহণ করেন ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিআইডি বগুড়া জেলার একটি বিশেষ টিম ওই মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসার শিক্ষককে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন

মন্তব্য করুন