বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার এক নৈশ প্রহরীকে তার কর্মস্থলে গলাকেটে হত্যা করা হয়েছে।

 

২৮ মে শুক্রবার দুপুরে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে জয়নাল আবেদীনের (৭০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জয়নাল একই উপজেলার খোট্টাপাড়ার মৃত মীর বক্সের ছেলে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, কি কারণে কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কোনও তথ্য জানা যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, সুজাবাদ উত্তরপাড়া মাদ্রাসায় এর আগে জয়নাল আবেদীনের ছেলে আবুল কাশেম (৪৫) নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে আবুল কাশেম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে জয়নাল আবেদীন নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও তিনি তার দায়িত্ব পালনের জন্য মাদ্রাসায় যান।

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ওই মাদ্রাসায় যায়। এরপর দুপুর ১২টার কিছু আগে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষ- যেখানে তিনি ঘুমাতেন সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে কোন ক্লু পাইনি। তবে চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সমকাল

মন্তব্য করুন