ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল ফোন। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, সদর উপজেলার বলাশপুর এলাকায় আকন্দ বাড়ি মার্কেট এলাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সদস্যরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর পায় র‌্যাব। এরপর সেখানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে জঙ্গি সংগঠনটির সদস্যরা। এ সময় বাকৃবি এলাকার মো. আকরাম হোসেন (২৭), কিশোরগঞ্জের মো. জুয়েল মিয়া (৪৫), মো. মাকসুদুল হক রনি (২১) ও অপর একজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট এ সংক্রান্ত কাগজপত্র, নগদ টাকা ও মোবাইল সেট।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ‘আল্লাহর দলের’ ময়মনসিংহ অঞ্চলের হয়ে কাজ করছে। তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের চিন্তা ও মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সক্রিয় সদস্য হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এভাবে তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হত এবং নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করত। উগ্রবাদ কায়েমের লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিল।

র‌্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, তাদের সহযোগী অন্যদের ব্যাপারেও অনুসন্ধান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সমকাল

মন্তব্য করুন