ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার দিবাগত রাতে (২২ আগস্ট) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এখলাস উদ্দিন (৩২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

তাকে দুটি হত্যা মামলার আসামি বলছে পুলিশ।

নিহত এখলাস চাকুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দুটি হত্যা ও বেশ কয়েকটি ডাকাতি মামলা আছে। গত ২৭ জুলাই চাকুয়া এলাকায় অটোরিকশা ডাকাতি ও চালককে হত্যা মামলার প্রধান আসামি এখলাস।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খানের ভাষ্য, বুধবার দিবাগত রাত দেড়টার দিয়ে গফরগাঁওয়ের পাগলা থানার চাকুয়া দাড়িয়া মোড় এলাকায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছুড়ে।

ওসির দাবি, পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় এখলাসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএনবি

মন্তব্য করুন