মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের সংখ্যালঘু রামপদ ঘোষালের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। একই সময়ে সাতক্ষীরা পৌরসভার পলাশপোলের সংখ্যালঘু স্কুল শিক্ষক মঙ্গল কুমার পালের দোকান, ঘর ও জমি সন্ত্রাসীরা দখল করে নেয়। সন্ত্রাসীদের হামলায় রামপদ ঘোষাল ও তার স্ত্রী গোকুল রানী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে শ্যামনগরের রামপদ ঘোষালের বাড়িতে জনৈক ইউসুফ মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী দল হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ি ভাংচুরসহ আসবাবপত্র লুট করে। হামলায় দু’জন আহত হয় অপরদিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের স্কুল শিক্ষক মঙ্গল কুমার পালের দোকান ও জমি সন্ত্রাসীরা দখল করে নেয়।
দৈনিক জনকন্ঠ, ৩ জানুয়ারি ২০০২