জেলার সংখ্যালঘু অধ্যুষিত চিতলমারীর পল্লীতে এক সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসীরা নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মা-মেয়ে, কাকীসহ ৫ হিন্দু নারী সন্ত্রাসীদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে। জানা গেছে চিতলমারীর খাগড়াবুনিয়া গ্রামে মঙ্গলবার বিকালে সন্ত্রাসী ওমর আলীর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল প্রফুল্ল বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। তারা এলোপাতাড়ি কলা গাছ কাটতে শুরু করে। এ সময় বাড়িতে কোন পুরুষ ছিল না। তখন বাড়ির মহিলারা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা কলেজ পড়ুয়া জুয়েলী, স্কুল ছাত্রী কিশোরী সাধনা, কামনা এবং তাদের মা সুরুচীসহ কাকী অনিমা বিশ্বাসের ওপর পৈশাচিক আক্রোশে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দৈহিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় অনিমা ও সুরুচী বিশ্বাসকে খুলনা মেডিক্যালে রেফার করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চিতলমারী থানা কিছুই জানে না বলে জানিয়েছে। এদিকে ক্ষমতাসীন সন্ত্রাসীরা নাকি হুমকি দিয়ে বলেছে, কোথাও অভিযোগ জানালে জানে শেষ করে দেয়া হবে। অভিযোগ পাওয়া গেছে, দীর্ঘ দিন ধরে ঐ সন্ত্রাসীরা জায়গা জমি দখলের লক্ষ্যে ঐ পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

দৈনিক জনকন্ঠ, ৩ জানুয়ারি ২০০২

মন্তব্য করুন