কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরফকিরা এলাকায় আফসার বাহিনীর তাণ্ডবে ৯টি জেলে পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আফসার মেম্বার ও তার ভাই তছির মাঝি এবং ছালেহ আহমদ মাঝির দস্যু বাহিনী দক্ষিণ মুছাপুরে ১ নং স্কুইসের পাশের জেলেপাড়ায় ব্যাপক লুটতরাজ করে। জেলে পরিবারের মেয়েদের ওপর পাশবিক অত্যাচার, ধর্ষণের পর মারধর করে ৯টি পরিবারকে এলাকা ছাড়া করেছে। এর মধ্যে ভুবন চন্দ্র জলদাস, কৃষ্ণবাসী জলদাস ও দিনেশ্বর জলদাস সপরিবারে ভারতে চলে গেছে। নজর জলদাস চট্টগ্রামের কুমিরায় পালিয়ে গেছে। নজর জলদাস কুমিরা বাজারে বসে জানায় তার স্ত্রী ও তার মেয়েকে আফসারের লোকেরা তার সামনেই ধর্ষণ করেছে। এ ব্যাপারে সে কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে কামাল উদ্দিন, শাহাব উদ্দিন, নূরউদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু কোন ফল হয়নি। এলাকা থেকে পালিয়ে যাওয়া রতন জলদাস, নিতাই চন্দ্র জলদাস, শ্রীবজলা খোকন জলদাস, গৌরাঙ্গ জলদাসসহ অন্য জেলেরা ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এলাকা ছেড়ে কেউ কেউ চরফকির অন্যরা ফেনী জেলার ফাজিলপুরে খোলাকাশের নিচে বসবাস করছে।
যুগান্তর, ১৪ মে ২০০২