চাটমোহর উপজেলার বোয়াইলমারী গ্রামের শিক্ষক কালিপদ সরকার চাঁদাবাজদের ৩০ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালীপদ সরকার জানান, গত ২ ডিসেম্বর তিনি বাড়ির পাশের চৌরাস্তার মোড়ে আয়াজউদ্দিনের চায়ের দোকানে চা খাচ্ছিলেন, এ সময় এলাকার ইসমাইল মতিন, সাজু, মিঠু আজম, ইস্রাফিল তালেব, ইকবাল, আলমাস শাহীনসহ আরো কয়েকজন তাকে ডেকে নিয়ে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় হত্যার হুমকি দেয়। কালিপদ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিশ বৈঠকের আয়োজন করে। কিন্তু চাঁদাবাজরা ঐ বৈঠকে হাজির না হয়ে হুমকি অব্যাহত রাখে। এ অবস্থায় সালিস বৈঠকে আগতরা কালিপদকে থানা পুলিশকে বিষয়টি জানাতে বলে। কালিপদ জানান, থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি উপরন্তু ধমক দিয়ে থানা থেকে বের করে দেয়। পরে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হয়ে ওসিকে ঘটনা তদন্ত করতে বলেন। পুলিশ ১৮ ডিসেম্বর জিডি গ্রহণ করে। এরপরও চাঁদাবাজরা কালিপদকে হুমকি দিচ্ছে। পুলিশও কোন ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভোরের কাগজ, ২৭ ডিসেম্বর ২০০১