কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পাহাড়ি এলাকায় ২ মার্চ সোমবার ভোর রাতে কথিত বন্দুকযুদ্ধে সাত ‘ডাকাত’ নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে না পারলেও তারা ডাকাত গ্যাং ‘জকি গ্রুপের’ সদস্য বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।
তিনি জানান, ‘জকি গ্রুপের’ সদস্যরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের পেছনে জাদিমোরা-মোছনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়। কিন্তু উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। প্রায় আড়াই ঘণ্টার গোলাগুলি শেষে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।