রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ১৪ জুন রবিবার দুপুর ২টার দিকে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার গোদাগাড়ী উপজেলার কাজিপাড়ায় জনৈক আব্দুল মতিনের বাথান বাড়ির পরিত্যক্ত ঘরে চলমান গোপন বৈঠকে হানা দিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার জঙ্গিরা হচ্ছে, জামালপুর সদর থানার শ্রীপুর কুমুড়িয়ার সবুর আলীর ছেলে মো. আলী সুমন (২৪), বগুড়ার শাহজাহানপুর থানার পলিপলাশ গ্রামের আয়াছিন আলীর ছেলে মো. আব্দুর রহমান (২১), ময়মনসিংহের মুক্তাগাছা থানার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. হৃদয় খাঁন পারভেজ (২৪) ও চট্টগ্রামের মিরশরাই থানার শেখেরতালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৩)। তাদের উগ্রবাদী বইসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক জঙ্গিদের র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন, র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক মাহফুজুর রহমান।