সন্ত্রাসীরা চাঁদার জন্য ভূপেন চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। সন্ত্রাসীরা এ সময় ২ তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।

গ্রামবাসী সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে গোবিন্দপুর গ্রামের মাস্টার জগদীশ চন্দ্র দাসের বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী চাঁদার জন্য যায়। মাস্টার জগদীশ সন্ত্রাসীদের দাবিমতো চাঁদা দিতে না পারলে সন্ত্রাসীরা বাবা-মার সামনেই ২ কলেজ পড়–য়া মেয়ের শ্লীলতাহানীর চেষ্টা করে।

এ সময় মেয়েদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লোকজনের ওপর গুলিবর্ষণ ও বোমা হামলা করে। গুলিতে ভুপেন চন্দ্র দাস ও তার ছেলে দিলীপসহ ১০ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ভুপেন ও দিলীপকে চট্টগ্রামে স্থানান্তরের পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুপেন চন্দ্র মারা যান।

এলাকার লোকজন জানায়, বিএনপি ক্যাডার হিসেবে পরিচিত সন্ত্রাসীরা দাগনভূঁইয়ার বিভিন্ন গ্রামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। অনেকেই ভয়ে মুখ খুলছে না। নিহত ভুপেন একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

সংবাদ, ২১ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন