পটুয়াখালী-৪ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মী, ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা, মারধর, বাড়িতে অগ্নিসংযোগ, গবাদিপশু এমনকি গাছপালা কেটে নেয়া হলেও পুলিশি একচোখা ভূমিকার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় প্রেসক্লাবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা এক সংবাদ সম্মেলন করেছেন। নেতারা উল্লেখ করে বলেন, নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বিমল মিস্ত্রীর দোকান পুড়িয়ে দেয়া হয়েছে। তার অপরাধ সে তার দোকানে নৌকা সমর্থকদের পান খাওয়ায়। চাউলা পাড়া ও আঙ্গারপাড়া গ্রামে তাণ্ডব চালিয়ে ১৬টি হিন্দু পরিবারকে তাড়িয়ে দেয়া হয়েছে। তাদের গবাদি পশুসহ গাছপালা কেটে নেয়া হয়েছে। বহু লোক গবাদি পশুসহ শহরে আশ্রয় নিয়েছে। শহরের জগন্নাথ আখড়াবাড়ি এলাকায় বসবাস রত হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে মারধর করা হয় দু’যুবককে। এ ঘটনার জন্য আক্রান্তরা সাবেক সংসদ সদস্য আনোয়ার উল-ইসলাম ও তার ভায়ের ছেলেদের দায়ী করেছেন।

প্রথম আলো,৭ অক্টোবর ২০০১

মন্তব্য করুন