কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় আহত দিলীপ দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

ঢামেকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে) গত রাত ১২টা ১৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ১৩ অক্টোবর কুমিল্লার মনোহরপুরের রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে হামলার ঘটনায় মাথায় আঘাত লাগে দিলীপ দাসের। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহতের ছোট ভাই অর্জুন কুমার দাস বলেছেন, মন্দির লক্ষ্য করে হামলাকারীরা ইট নিষেপ করলে আমার ভাই আহত হন। পরে চিকিৎসার জন্যে তাকে ঢামেকে নেওয়া হয়। তার দুটি অস্ত্রোপচারও করা হয়।

নিহত দিলীপ দুই সন্তানের বাবা এবং এলাকায় লন্ড্রি ব্যবসা করতেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।

কুমিল্লা কোতওয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃঞ্চ ধর দিলীপ দাসের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন