কুড়িগ্রামের চিলমারীতে একটি কালী মন্দিরে হামলা চালিয়ে কয়েকটি প্রতিমার অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মার্চ) দিনগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।

 

উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে হামলার তথ্য নিশ্চিত করেছেন চিলমারী থানার ওসি আনওয়ারুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা প্রতিমাগুলোতে ভাঙচুর চালায়। এতে প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভেঙে জায়। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় কেউ শনাক্ত হয়নি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে তারা দেখতে পান কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে মূর্তিগুলো ভেঙে রেখেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সার্বজনীন মন্দির কমিটির নেতারা।

চিলমারী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী কর্ণ বাবু বলেন, একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের আঁধারে মূর্তিগুলোর ক্ষতি করেছে। এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে চিলমারী থানার ওসি আনওয়ারুল ইসলাম জানান, মামলার প্রস্তু‌তি চল‌ছে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের শনা‌ক্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

বার্তা বাজার । বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন