সারাদেশে গত ফেব্রুয়ারি মাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মানুষের ওপর ১৩১টি নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিকগুলোতে কেবল ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এ তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, এসব ঘটনার মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটেছে ২৪টি। সবগুলো ঘটনার অভিযুক্তরা ক্ষমতাসীন চারদলীয় জোটের বলে খবরে প্রকাশ। এসব ঘটনায় বিচার না পেয়ে ৫ জন নারী বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মানুষের ওপর এই ১শ’ ৩১ ঘটনার মধ্যে সন্দ্বীপ, নাটোর, নরসিংদী, মীরসরাই এ প্রায় ১৫ হাজার মানুষ নিরাপত্তাহীনতার কারণে গৃহছাড়া রয়েছে। অন্যদিকে মহেশখালীতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৫ হাজার সংখ্যালঘু মানুষ হুমকির মুখে প্রায় অবরুদ্ধ জীবন-যাপন করছে। চারদলীয় জোট প্রার্থীর সমর্থকরা তাদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়ার জন্যে নানা ধরনের নির্যাতন ও হুমকি প্রদর্শন করছে বলে ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সূত্রে জানানো হয়েছে, দেশে সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও নিপীড়ন অব্যাহত রয়েছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে বাড়ি-ভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করা হচ্ছে। লুটপাট চালানো হচ্ছে। নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন বহু নারী। গত এক মাসে সংবাদপত্রে প্রকাশিত নির্যাতনের পরিসংখ্যান বলে দিচ্ছে নির্যাতনের ব্যাপকতা কত ভয়াবহ। তবে এর বাইরেও আরও ঘটনা ঘটেছে যা সংবাদপত্রে বিভিন্ন কারণে প্রকাশ পায়নি।

আজকের কাগজ, ২৫ মার্চ ২০০২

মন্তব্য করুন