গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কালী মন্দিরে দেব-দেবীর সাতটি প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত লোকজন।

 

২৪ আগস্ট মঙ্গলবার গভীর রাতে ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা (ইন্দারারপাড় পাইকরেরতল) গ্রামের পাতাড়ী কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য বলেন, কে বা কারা মন্দিরের সাতটি বিভিন্ন দেব-দেবীর প্রতিমা ভাংচুর করেছে। পরে মূর্তির ভিতরে থাকা খড়কুটোতে অগ্নিসংযোগ করে।

“তারা মন্দিরের ভিতরের থাকা পূজার উপকরণ ডালা, কুলা, চালুনি, শঙ্খ, কাঁসা, ঘণ্টাসহ নানা জিনিস নিয়ে যায়।”
এলাকার বিনোদ কুমার সরকার ও ফেরদৌস মিয়া জানান, গভীর রাতে মন্দিরের সামনে আগুন দেখতে পেয়ে তারা সেদিকে এগিয়ে যান; তখন একজনকে পালিয়ে যেতে দেখেন। পরে তারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো জব্দ করেছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন