চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কানাইমাদারীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় পুলিশ ধর্ষক আবু তাহেরের ছেলে আবু ছালেহ মো: নাঈমকে (২৮) আটক করেছে।

জানা যায়, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় খলিফা মসজিদের সামনে থেকে প্রলোভন দেখিয়ে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে চামুদরিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী আয়শা ছিদ্দিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পর মেয়েটিক উদ্ধার করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ ধর্ষক আবু ছালেহকে আটক করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করেন।

ইত্তেফাক

মন্তব্য করুন