চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ‘সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে মন্দিরে ও সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর করা হয়।

 

এ ঘটনায় ৭ মার্চ শনিবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন বাদী হয়ে পটিয়া থানায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে ৬ মার্চ শুক্রবার বিকাল তিনটায় উপজেলার ধলঘাট ইউনিয়নের ধলঘাট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নন্দেরখীল গ্রামের আবুল কাসেমের ছেলে মো. ফরিদ (২৫) ও আবদুর রহিমের ছেলে মো. মানিক (২৬) নামে দুজনকে আটক করেছে। এরা স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

 

ভোরের কাগজ

মন্তব্য করুন