চট্টগ্রামের বোয়ালখালীতে এক গৃহবধূকে টাকা ধার দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সদরের মীরপাড়া এলাকায় ৩১ জুলাই শনিবার বিকালের এ ঘটনায় পুলিশ এক নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- কামাল হোসেন ওরফে ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও তাদের সহায়তাকারী রোকেয়া আক্তার (৩০)।
বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ঘরটিতে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ সেটি ওই নারীর পূর্ব পরিচিতি রোকেয়ার ভাড়া করা বাসা।
ধর্ষণের অভিযোগকারী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মামলার এজাহারে বলা হয়, শনিবার বিকালে উপজেলা সদরে গিয়ে ওষুধ কেনার জন্য রোকেয়াকে ফোন করে তার কাছে দুই হাজার টাকা ধার চান ওই নারী। টাকা দিতে রোকেয়া তাকে বাসায় নেওয়ার জন্য রফিক নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাঠান। রফিক তাকে রোকেয়ার বাসায় পৌঁছে দিয়ে চলে যান।
ওই নারীর অভিযোগ, তিনি রোকেয়ার বাসায় পৌঁছার পর সেখানে কামাল ও গিয়াস উপস্থিত হয়। পরে রোকেয়া তাকে পাশের রুমে নিয়ে গিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছিটকিনি লাগিয়ে চলে যায়। এরপর কামাল ও গিয়াস তাকে মারধর করেন এবং ধর্ষণ করেন। ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশী এক ব্যক্তি এগিয়ে আসলে গিয়াস ও কামাল পালিয়ে যান।