চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩০ নভেম্বর সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে উপজেলার কোন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়, তা জানায়নি র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার টিকইল গ্রামের মো. সানাউল্লাহ (৬৬), নিজামপুর গ্রামের মো. ফটিক (৫০) ও দোগাছি গ্রামের আশরাফুল ইসলাম (৩৪)।
র্যাব-৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নাচোল উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় উগ্র মতাদর্শের বইসহ তিন জেএমবি সদস্য মো. সানাউল্লাহ, মো. ফটিক ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই নাচোল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি। তবে কোন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।