ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর সার্বজনীন দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে।
৪ সেপ্টেম্বর বুধবার রাতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের ঘটনায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মন্দির পরিদর্শণ করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কবিরপুর দূূর্গা পূঁজা কমিটির সদস্য বিজয় সাহা জানান, শারদীয় দূর্গা পূঁজার বাকি রয়েছে মাত্র ২৮দিন। এরই মধ্যে বুধবার রাতে দূর্বত্তরা তাদের মন্দিরে ঢুকে প্রতিমার সকল মুর্তির হাত, আঙুলসহ বিভিন্ন জায়গার আংশিক ভাংচুর করে। এ ঘটনায় কবিরপুর সার্বজনীন দূর্গা পূঁজা কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছে। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তাঁরা।