টেকনাফের নাফ নদী সংলগ্ন জেলেপাড়া এলাকায় ৩০ সেপ্টেম্বর  সোমবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ‘মাদক ব্যবসায়ী’ নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডো গ্রামের মোহাম্মাদ ইউনুস (২১) ও মোহাম্মাদ (২৭)।

টেকনাফ-২ বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মাদ ফয়সালের ভাষ্য, বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ বাংলাদেশে প্রবেশ করছে বলে গোপন সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে হিলিয়া ইউনিয়নের জেলেপাড়া ঘেরাও করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুরে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছুরে। প্রায় ১০ মিনিটের মতো গোলাগুলি শেষে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পাওয়া যায়।

বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউএনবি

মন্তব্য করুন