ঠাকুরগাঁও সদর উপজেলার শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একদল সন্ত্রাসী অপহরণ করে গলায় ছুরি চালিয়ে ইস্তফাপত্র লিখে দিতে বাধ্য করেছে। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম নারগুন গ্রামের আ. সালামের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রমোহন সরকারকে চাকরি থেকে ইস্তফা গ্রহণের জন্য বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিল। চন্দ্রমোহন সরকার সন্ত্রাসীদের হুমকি উপেক্ষা করে বিদ্যালয়ে কর্মরত থাকেন। এদিকে গত ২৫ এপ্রিল সকাল ১০টায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে পৌঁছলে আ. সালামের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী-আগ্নেয়াস্ত্রের মুখে চন্দ্রমোহন সরকারকে অপহরণ করে সলেমান কবিরের বাড়িতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রাখে। সন্ত্রাসীরা কয়েক ঘন্টা আটক রেখে তাকে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে একটি ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার জন্য গলায় ছুরি চালায়। প্রাণ বাঁচাতে প্রধান শিক্ষক চন্দ্রমোহন সরকার ইস্তফাপত্রসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ও সাদা কাগজে একাধিক সই করতে বাধ্য হন। পরে সন্ত্রাসীরা প্রধান শিক্ষককে ফেলে পালিয়ে গেলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক চন্দ্রমোহন সরকার আ. সালামসহ ৮ জনকে আসামি করে গত ৩০ এপ্রিল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। বাদি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, ১ অক্টোবর নির্বাচনের পর থেকে এলাকায় এ ক্যাডার গ্রুপটি এক গডফাদারের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের সৃষ্টি করছে।

সংবাদ, ৯ মে ২০০২

মন্তব্য করুন