কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় সশস্ত্র ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ দুজন খুন এবং একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দেবিদ্বারের এলাহাবাদের হারেশ্বর এলাকায় ছয়-সাতজনের একটি সশস্ত্র ডাকাতদল কুমিল্লা ফিশারি অফিসের পিয়ন দুলাল চন্দ্র দাশের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় দুলাল চন্দ্র (৪১) ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাতে খুন হয়। তারা
তার মেয়ে আখি রাণীকেও (১৩) খুন করে।

ডাকাতদের হামলায় দুলালের মা চারুবালা দাশ (৭০) আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রথম আলো, ১৯ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন