মঙ্গলবার রাতে মানিকগঞ্জের ভগবানপুর গ্রামে কে বা কারা হিন্দু সম্প্রদায়ের কালিমূর্তি ভাংচুর করেছে। এ নিয়ে ঐ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারও হামলার আশঙ্কায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মূর্তি ভাঙ্গার ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা করায় বাধা দেয়ার জন্য শফিউল আলম নামের এক বিএনপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণীতে জানা গেছে, মঙ্গলবার রাত এগারোটার দিকে আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে কালিমন্দির ও শিতলা মন্দিরের দু’টি মূর্তি ভাংচুর করা হয়। সকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন থানায় মামলা করতে আসার পথে ঐ শফিউল আলম বাধা দেয়।

দৈনিক জনকণ্ঠ, ২০ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন